সবার উপ্রে মানুষ সৈত্য
তাহার উপ্রে নাই
আর কতকাল ধর্ম নিয়া
করবি রে লড়াই?
ধর্মের নামে মানুষ মারো
করো ধর্মের নামে যুদ্ধ!
কোন বিধাতা বৈলছে এমন?
নিজেও কি তুই শুদ্ধ!
দাড়ি-টুপি টিকি-টাকি
যাহাখুশি পৈরতে চাই
ধর্ম কি তোর বাপের ঘরের?
মানুষ, আমি জানতে চাই।
এক মানুষের কয়টা প্রভু?
সত্যিই, আমি বুঝতে চাই!
তোর প্রভুটা থাকুক তোরই
আমিই সবার হৈতে চাই!
উল্টো পথে চলে যদি
সঠিক পথের দিশা চাই
পথ কি কারো বাপের ঘরের!
না-কি কারো ঘরজামাই?
🌺🌺🌺🌺🌺🌺🌺