হাতিবান্ধা হাসপাতালে কর্মরত একজন ডাক্তার হাসপাতালের ঝাড়ুদারনির গায়ে হাত তুলেছে। অনেকেই প্রতিবাদ করছে, তথাপি কিছু লোক ডাক্তারের পক্ষে সাফাই গাইছে! খুব সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করলাম।
      প্রতিবাদ হোক সকল অন্যায়ের বিরুদ্ধে।।
      


            বলিস কী ভাই! এ কেমন কথা?
               ঝাড়ুদার কি মানুষ নয়রে!?

                - ঝাড়ু উঁচিয়ে আসলে তেড়ে
                    চড় না মেরে চুমু দেবে?
  
         পান থেকে চুন খসলে পড়ে
         বাবু হরহামেশাই থাপ্পড় মারে!!

                 - দু চারটে থাপ্পড় গিলতে হয়রে!!
                     নিজের স্বার্থে - সব ভুলে যারে!!!

        বুঝছি ভাইয়া কথার তোড়ে
        গরীবের মান! কে দেবে রে?

                 - যা হবার তা হয়েই গেছে
                 গরীবের আবার মান কিরে!?