হচ্ছেটা কী কচ্ছেটা কী?
কিছুই নাহি বুঝি!
গাধার দলের ভেতর থেকে
যোগ্য নেতা খুঁজি!
আমিও গাধা তুমিও গাধা
গাধার পিঠেই বেশ
গাধা দিয়েই চাইছি গড়তে
সোনার বাংলাদেশ!
চাইছি যেমন পাইছি তেমন
দোষ দেবো ভাই কারে?
উচিত কথা কইতে গেলে
সোনা ধইরা নাড়ে!