বিরুদ্ধ গলা চেপে ধরাই যদি বীরত্ব হয়
তবে আমরা সবাই এখন এক একেক জন বীর!  
ধর্ম, ভাষা, জাতি—এসব তো অগত্যা
বিচার-আদালত কি আর শৃঙ্খলা?
সে তো বিলুপ্ত হওয়ার পথে
দাবি যতই বলি, সত্যিটা যেন হারিয়ে যায়
অথবা আমরা শামুক হয়ে ঢেকে রাখি
ঘরের আগুনটাই যেন হাওয়া হয়ে যায়!
শান্তির কথা বললেও, কথার মাঝে শুধু তীব্রতা—  
এখন কোন তীরই কেবল আঘাত হানবে
পথে পথেই তো আগুনের ধোঁয়া,  
এখানে আর কোনো কিছুই শান্তি নিয়ে আসবে না।