রকমারি সত্যের
একটাই ছবি
আহামরি কাব্যের
সব্বনাশে কবি!
ঝুলে গেলে কবি খান
দেয়ালের পরে
মাঝেমাঝে গুলি খান
কপালের ফেরে!
মোড়লেরা সার্কাস
নাগরিকও সাব্বাশ
বোকাসোকা কবি খান
প্রতিদিনই মরে যান।
এখন ____
সত্যেরা নিত্যই
পড়ে যায় চাপা
তবুও সে লিখে চলে
কলমেতে মাপা!
ও সে _______
কী লিখেছে না লিখেছে
হলো কারও ক্ষতি?
খেঁকে ওঠে নেতাবাবু
লেখে পান্তা ভাতে ঘি!
°
°
°
পান্তা ভাতে ঘি
একত্রিশ দশ কুড়ি