বিচিত্র ভাষা, নানা মতের দল,
আমরা একই দেশের সন্তান, তা কি আর বলতে?

ডান-বাম, উত্তর-দক্ষিণ,
জাগে বিভেদের রং, ছড়িয়ে পড়েছে দিগন্তে
দেখো কেমন মিত্রতা, শত্রুতায় ভরা,
রক্তপাতের ইতিহাসে জড়িয়ে রয়েছে ধরা
হৃদয়ে একই স্পন্দন, কিন্তু রক্তচোক্ষে কর্ণশূল,
একসাথে থাকার চেষ্টায়, মোরা পাপড়ি নই, ফুলের কাঁটা।

কখনো উত্তরে, কখনো দক্ষিণে,
বিভক্তি নিয়ে চলি, নিভে যায় প্রহর
পূর্বে কারোর শ্বাস, পশ্চিমে কারোর ধূপ,
অস্থির সময়ে আমরা কি পেতে পারি মিলনের পুনরুজ্জীবন?

অথবা, আমরা কি এভাবেই থাকব চিরকাল,
অস্তিত্বের সন্ধানে, ভিন্ন পথে হাটবে মহাকাল!
রঙিন ড্রামের শব্দে, গণনা হবে বিক্ষিপ্ত,
সাম্যের স্বপ্নে হারিয়ে যাবে জাতিসত্তা, মন হবে নিঃস্ব।

নিশ্চয়ই, আমরা হারিয়েছি মুক্তির কল্পনা!
বিভাজনেই ফুরিয়ে যাচ্ছে আমাদের জীবন চলা!
কিন্তু একদিন, একদিন হয়তো খুলবে নতুন দিগন্ত,
মিলে যাবো আমরা, ছাড়বো ভেদাভেদ, বাঁচবো অভিন্ন জাতিসত্তায়!


---