তোমার ছোট্ট দোলনায়
ওঠার ইচ্ছে আমার বহুদিন
হাতে-হাত রেখে চোখের পানে তাকিয়ে
কাটিয়ে দিতে চাই একশো চৌষট্টি বছর
বহুদিন
বহু মাস
বহুবছর পেরিয়ে গেলো
অথচ,
'ফিরছি' বলেই চলে গেছো!
তোমার
ফেরার পথেই দাঁড়িয়ে আছি
পথের পানে তাকিয়ে থাকি
দূর ভবিষ্যতের দিকে চেয়ে দেখি
নাই, তুমি নাই...
এই চেনা শহরের কোথাও, তুমি নাই
তবুও আমি দাঁড়িয়ে আছি!
কেন বল তো?
কেন দাঁড়িয়ে আছি?
শুধুই তোমার জন্য....
স্বপ্ন রানী,
কোনোরকম ভনিতা নেই
সোজাসুজি বলে ফেলি
আমি তোমায় ভালোবাসি
এক জনমের চাইতে অনেক বেশি
মনেপ্রাণে বিশ্বাস করি
তুমি ফিরবে
নিশ্চয়ই,
তুমি ফিরবে
অনন্ত ভালবাসায়...
..... অপেক্ষা