fecebook এ লেখা ছিল নেশা,
কিন্তু, বেশিরভাগ লেখাই ছিল 'অনলি মি'
কিছু লেখা পাঁচ বছর পরে আজ মুক্তি পেলো,
এ যেনো অলৌকিক শক্তির খেলা!
যতটুকু বলেছিলাম, ততটুকু বন্ধ ছিল
এখন বিশ্বজুড়ে শুনতে পাচ্ছে সবাই,
তবে জানি না, কত বছর পরে- আমি আবার উন্মুক্ত হবো।
আজকাল যা লিখি, তা-ও অনলি মি করে রাখি—
একদিন হয়তো বিশ্বের কাছে পৌঁছাবে
যতটুকু সংগ্রাম, ততটুকু অন্ধকারে ডুবে থাকা
আলোতে বেরিয়ে আসবে নিশ্চয়ই, কিন্তু-
মুক্তি না আসা পর্যন্ত কত বছর চলে যাবে, কেউ জানে না।
তবে এই পথের ভুলে ভরা দুনিয়া
যতই বন্ধ থাকুক—
একদিন মুক্তি আসবেই
হাজার বছর পরেও,
অনলি মি—
অবশেষে সবাই জানবে
এটা তো ছিল আমার অগ্নি-পরীক্ষা,
আর শেষে নির্মল সত্যই প্রকাশ পাবে!
ধৈর্য্য ধরো, শিগগিরই মুক্তি আসবে—
যতটুকু দুঃসময়, ততটুকু অন্ধকারে হাঁটব
তবে একদিন,
অনলি মি হয়ে সবাইকে জানিয়ে দেব—
আমার শব্দ, আমার জীবন, আমার প্রতিবাদ।