আমাদের নেতাজি
নাম গুরু আফগান
চুরি আর দুর্নীতি
করে খুব সাবধান!

বুলি তার সাধুবাণী
যেন মধু ঝরছে
আন্ধার রাত্তিরে
বিরোধীরে মারছে!

নিব্বাচনের কালে
যারি পায়ে ধরছে
ক্ষমতার যাঁতাকলে
আজি তারে পিষছে!

নেতাজির বাড়ি-গাড়ি
ফুলেফেঁপে উঠছে
জনা বিশ আরদালি
সেবা তারে করছে!

বেশুমার টাকাকড়ি
মেশিনেতে গুনছে
এদেশের মালকড়ি
ভিনদেশে ঢালছে!

নেতাজির বাইরে
কেউ কিছু বলছে?
বোকাসোকা ভাইরে
লাউ গাছে ঝুলছে!!

আইনের উর্ধ্বে
কেউ কিছু নয় তো!
নেতাজির স্বার্থে
ফেউ পিছু নেয় তো?

মহাবীর আফগান
একদিন আসবে
এই গুরু আফগান
সেইদিন মরবে!

___________

আকাশের দিকে তাকিয়ে হেসে কুটিকুটি, ফুল পাখি আর মেঘেদের সাথে গল্প করা বন্ধুটি এখন তারা হয়ে মিটিমিটি জ্বলে!
আমি তাকে দেখি, সে আমায় ডাকে।
জীবন এতটা নির্মম
নাকি সংক্ষিপ্ত?
°
°
°
আমি ও সে
____________