পথে চলেছে সত্ত্বা নীরবে শূন্যতার ছোঁয়া দিয়ে
ভালো-মন্দের দোলায় ঝুলি বোধের তরী বেয়ে

কে জানে কোন মোড়ে থামবে, তৃষ্ণা মেটাবে শান্তিতে
বা জ্বলবে দহন শীতল রেখায় অতৃপ্ত আত্মার ভ্রান্তিতে
আজ যে করেছে পূণ্য প্রবাহ মিলবে কি তার মুক্তি?
নাকি শেষ ঠিকানা লিখা হয়েছে দুঃখ অথবা শাস্তিতে?
আবার, যে চলে বকুল ছুঁয়ে মন্দের কাঁটায় কাঁটায়
সেওতো জানে না পথের সমাপ্তি কোথায়, আলোতে নাকি ছায়ায়?

দুই ফেরেশতা লিখে যায় নীরবে
সব কথা, সব কাজের খোঁজে
অমলিন প্রান্তরে প্রভু শুধু জানেন
কার শেষ কোথায় গিয়ে পৌঁছে!

আমরা চলি একই ধাঁধায়, কার আমল কোথায় গিয়ে থামবে?
কেউ জানি না—কে কখন ঘুরেফিরে এসে জান্নাতেই নামবে!
কিভাবে হাঁটে অসীম সত্ত্বা শূন্যতার ছোঁয়া নিয়ে?
বিন্দু বিন্দু জুড়ে,
আল্লাহ্’র ইচ্ছায় মুছে ফেলি সব দুঃখের ছবি এঁকে!

আল্লাহ্ জানেন সবকিছু, কী হবে কার শেষটায়?
শুধু 'লা ইলাহা ইল্লাল্লাহ' বুকে বেঁধে নিলেই...
কেউ মুক্তি পাবে কি? যে পথ ঘিরেছে অন্ধকার!
আমিতো ভেবেই সারা, আমল নামের চেষ্টায়...