জীবন অমূল্যকুমার
তবুও, চলে না চলে না!
এতো অল্প বেতনের সাথে জীবন?
বড্ড বেমানান!
নুন আনতে পান্তা ফুরোনোর দশা পরিবর্তন হোক,
অন্তত খেয়ে-পরে বেঁচে থাকার নিশ্চয়তাটুকু চাই।
দেশের আইন সবার জন্য সমান হলে বেতন ভাতা সুযোগ সুবিধার ক্ষেতে এতটা বৈষম্য কেন?
এই অমানবিক নিষ্ঠুরতা বন্ধ করা দরকার।
কর্মচারীরাও মানুষ,
কলুরবলদের মতো খেটেখুটেও সারাজীবন হাহুতাশ!
"হে সরকার বাহাদুর ______
বাস্তবসম্মত সময়োপযোগী বেতনকাঠামো তৈরি করুন
নইলে ____
গরীবেরা আরও গরীব হয়ে যাবে,
গড়ে তুলেছেন অর্থনৈতিক ভারসাম্যহীন সমাজ
যেখানে কুলীন দাঁড়কাকেরা ফুলেফেঁপে উঠছে!
অথচ, সকলের জন্য একটাই বাজার!
যে বাজারের আগুন দাউদাউ করে জ্বলছে দ্বিগুণ;
বাস্তবতা নিদারুণ সকরুণ ______
দেয়ালে পিঠ ঠেকে যাওয়া লোকগুলো সহসাই ফুঁসে উঠবে
এই নাঙ্গা ভুখা গরীবের রাগ জ্বলনোন্মুখ দাবানল সম!
যেই অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে ওঠা সময়ের ব্যপার মাত্র।