তোমার মাঝে থাকে কেবা
কার সাথে কর বসবাস
চিনিতে না পারিলে তারে
হবে ভীষণ সর্বনাশ।।

সরাইয়া দেখ মনের চাদর
দিয়া তারে একটু আদর
দেখ সে করে কিসের আশ
নইলে হবে সর্বনাশ।।

তারে কেমন রাখছ তুমি
নিজেই বা আছ কেমন
একবারও কি চায়না জানতে
তোমার আউলা বাউলা মন।।

আইছো তুমি যার লাগিয়া
তার সাথে হয়কি বসবাস
জানিতে না পারিলে তারে
হবে তোমার ভীষণ সর্বনাশ।।

দেখরে মিজান কেমন আছে
ভাল না হইলে সবই মিছে
পরীক্ষাতে হইলে ফেল
হবে ভীষণ সর্বনাশ।।

১৯-৮-২০১৭
১.৩৮ মি.