হে বিবেক,
আমায় ক্ষমা কর!
সত্যচ্চারণ ভুলতে বসেছি,
আমার খর্বিত অধিকার।।

এখন শুধুই যন্ত্র আমি
সেই মানুষতো নই আর!!
নিজের সুখ'ই আগে খুঁজি
যখন চারিদিকে হাহাকার।।

হে বিবেক,
আমায় ক্ষমা কর!!
সত্যচ্চারণ ভুলেই গেছি,
আমার নিয়ন্ত্রিত অধিকার।।

[] শুভরাত্রি []
ইবনে মিজান
১৬-১১-০১৮খ্রি.