জানিনা,
কবে তোর ভুল ভাঙ্গবে
তবে এইটুকু জানি,
যেইদিন তোর ভুল ভাঙ্গবে
সেদিন হাউমাউ করে কাঁদবি
তোর বুকভাঙা আর্তনাদ
জ্বলন্ত উনুনে ন্যাপ্থার সদৃশ
কাতর গলায় মেঘের ভেলা সাজিয়ে
অবিরাম বৃষ্টিতে ভাসবে তোর চোখ
সেই নোনাপানির ঘের ভেঙে আমায় খুঁজবি
সেদিন পাগলপারা হয়ে আমায় খুঁজবি
শুধু আমাকেই খুঁজবি
কিন্তু, কোত্থাও পাবি না!
কেননা,
আমি চলে যাবো,
আমি চলে যাবো দৃষ্টির সীমানা পেরিয়ে বহুদূর,
এতটা দূর,
যেখানে গিয়ে কেউ ফিরে আসেনি।
যেখানে একবারমাত্র সুর্যোদয়,
সেই নতুন পৃথিবী ডাকছে আমায়
আমি পথ চেয়ে রইবো, তোরই অপেক্ষায়।
নিশ্চয়ই একদিন,
তোর ভুল ভাঙ্গবে।