তেলের দাম বাড়লো!
কেন বাড়লো?
কার কাছে জবাব চাইবো!
শুধুই কি তেল?
নাহ, শুধুই তেল নয়
বরং নিত্যপ্রয়োজনীয় সকল জিনিসের দাম হুহু করে বেড়ে যাচ্ছে! কার সাধ্য এর লাগাম টেনে ধরবে?
সালামের বউটা মৃত বাচ্চা প্রসব করে দিনমান কেঁদে বুক ভাসিয়েছে
নবজাতকের মৃত্যু! খবর পেয়েই ছুটে যাই।
লেবার পেইন উঠেছিল চৌদ্দ থেকে ষোলো ঘন্টা আগে! রাতের পেইন সকালে না থাকায় শীর্ণকায় মায়ের শরীরে কৃত্রিম পেইন বাড়াতে সুই দেয় গ্রাম্য ডাক্তার কালাম। সুই ফোঁড়ানোর মিনিট পাঁচেক পরেই প্রসব হয়,
বাচ্চার কান্নার শব্দ শোনা যায় না, নড়াচড়া করে না
ভ্যানে করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান: "বাচ্চাটা মৃত!"
হাসপাতাল থেকে ফিরে
উঠোনে শুয়ে আছে বাচ্চাটা
ঘরের ভেতর থেকে আসছে প্রসূতির কান্না
কাঁদতে কাঁদতে গলা বসে গেছে
নবজাতকের নানা নানী মাটিতে বসে ঘরের বেড়ায় হেলান দিয়ে আছে
আত্মীয় অনাত্মীয় প্রতিবেশী, কেউকেউ চুপচাপ, কারোর চোখেমুখে দীর্ঘশ্বাস, আহহা....! কী রূপ! এক্কেরে চান্দের মতো পোলাডা, আহারে!
ধাত্রী এসে বলছেন,
"কাইল রাইতে হাসপাতালে নিলে এমুন হইলো নি?
বারবার কইছিলাম, এরা আমারে গ্রাহ্যই করে নাই, হাতে ধইরা এমুন চান্দের মতো পোলাডারে মাইরা ফেললো গো...!"

পিতার কাতর কন্ঠস্বরের নিরুত্তাপ উদাসীনতা!
বলে যায়:
"জানছি, সিজার কৈরতে অনেক ট্যাকা লাগে, দু'বেলা খাওন'ই জুটে না, অতো ট্যাকা পামু কই? বাইজান, আমরার গরীবের বাঁচা আর মরায় কী ফারাক? আল্লায় গাছ দিছে আবার ফল দিবো। দেন, অহন অরে মাটিচাপা দিয়া দেন"

তেলের দাম বাড়লো?
তাতে কার কী এসে যায়!
ইউক্রেন রাশিয়া ইজরাইল ফিলিস্তিন
এরা চিরকালই এরকম ঘটনার জন্ম দেয়!
প্রতিটি শতাব্দীতে দেশে দেশে যুদ্ধ বাঁধে!
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে দারুণ সব মারণাস্ত্র!
আচ্ছা,
কেন অতো অস্ত্র বানাতে হয়েছে?
কার বারুদে ফিকে হয়ে যায় রক্তের রঙ?
কেন তোমরা যুদ্ধ করছ?
কারোর থেকেই এসবের জবাব চাই না!
আজকাল জিনিসপত্রের কোনটার কত দাম?
এত্তোসব জেনেই বা কী হবে?
যদি জানতাম:
একটা বোমার অংশবিশেষ তৈরির খরচায় বিশ্বব্যাপী হাজারো শিশুমৃত্যুর খবর নিরুদ্দেশ হয়ে যাবে!
সত্যিই...
যদি জানতাম, আর তারা যদি বুঝতেন!