শোনেন নেতা শোনেন
একটুখানি থামেন!
হুড়মুড়িয়ে বেরুতে গিয়ে
গর্তে কেন নামেন?
তেলবাজদের ছাড়েন নেতা
নিজের পায়ে বাড়েন
অতঃপর যদি পারেন ____
পিচ্ছিল কাঁদায় আটকে থাকা
সায়রভুলু মারেন!
এবার ____
একটু মাথা নাড়েন
বেদজ্ঞ কৃষ্ণ দ্বৈপায়নে
সম্মান নিয়ে মরেন।
ও নেতা ____
তেলবাজদের ছাড়েন।।
উচিত কথায় বন্ধু বেজার
গরম ভাতে বিলাই
সত্য কথা কইতে গেলে
বাম্বু দিয়া কিলাই!
এই যে নেতা _______
ঐ পলিসিটাও ছাড়েন।
নে তা নাকি ন্যাতা
উঁকি বুকি চ্যাতা
হেথা হুথি হোথা
ঝুঁকি বুকি হ্যাতা!
আগে বাড়ুক নেতা
ইয়ে বাচ্চালোগ _____
তালিয়া রাজাও তা লি য়া।
________________________
গোলে মালে যায় দিন
এভাবে আর কতদিন?
________________________
ইবনে মিজান
বার।দুই।দু হাজার কুড়ি
________________________