অসুস্থ পৃথিবী!
অবরুদ্ধ _______
শহর, নগর, বন্দর, গ্রাম, গঞ্জ!
আতঙ্ক উৎকণ্ঠায় গৃহবন্দী মানুষ।
ক্ষমতা কার?
না তোমার - না আমার
না আমেরিকা - না ইন্ডিয়ার
না ধর্মের - না বর্মের!
ক্ষমতা শুধুই প্রকৃতির!
এই প্রকৃতির পক্ষে থাকো
ধ্বংস নয়, রক্ষা করো।
মাতৃশ্রেণীর প্রতি সদয় হও
ওদেরকে বাঁচতে দাও।

প্রকৃতির প্রতিশোধ
এতটাই নির্মম.......!
করোনার নামে এই হত্যাকাণ্ড কার সৃষ্টি?
মানুষের, মানুষের এবং মানুষেরই সৃষ্টি!
সভ্যতার চূড়ায় ______
আসীন হতে গিয়ে তারা কী করেনি?

ভারসাম্যহীন মানবজাতির বোধোদয় হউক।

আকাশ-মাটি-প্রাণীকুল
ক্ষমা কর!
ক্ষমা কর!
ক্ষমা কর____
ক্ষমা করে দাও হে মহামহিম।

°
°
°
________ রশিদ ভাই।
পঁচিশ তিন কুড়ি