মানুষ ব্যতীত
অন্য কোনো প্রাণী কাপড় পরে?
পরে না!
তথাপি তারা উলঙ্গ নয়
অথচ, মানুষ উলঙ্গ হয়
কাপড় পরে বা না পরে।


°
°
°
ত্রিশ সাত একুশ