সবার কাছে সেরা মাগো
ওদের নিজের নিজের মা;
আমার কাছে সবার সেরা
সেতো তুমি " আমার মা "।

বাপ গেল ছেড়ে তোমায়
কোন অন্য নারীর ঘরে;
আধার রাতে একলা মরেছ -
মাগো, শেয়াল শকুনের ডরে।

নানা-নানী আত্মীয় স্বজন
নেয়নি তোমার খবর;
বেঁচে থাকার পরও জীবন-
যেন হয়ে উঠেছিল কবর।

শতকষ্টে এই মুখে মা
তুমি তুলে দিয়েছো অন্ন;
তোমার ছেলে হতে পেরে মা-
আমার মানব জনম ধন্য।

দিন চলে যায়, মাস চলে যায়
জীবনযুদ্ধে হাজাররকম কষ্ট;
আল্লাহ - রাসুল দেখে না কেন?
দুখিনী মায়ের এত কষ্ট!

একজীবনে পেয়েছো মাগো
সারাজীবনের হাজাররকম দুখ;
একটিবারও পাওনি মাগো
এই জগত সংসারে সুখ।

খোদার কাছে তুলে দু'হাত
করি আমি এই মুনাজাত;
আমার মা'কে ভাল রেখো
শিশুরমতন আগলে রেখো।

যেমন করে আগলে আমায়
রেখেছিল জনম দুখিনী মা'য়;
তেমনি করে তাঁকেও রেখো
ওগো আল্লাহ্‌ মালিক সাঁই।।

০৮:৪০/০৬-১০-২০১৭