পিতা তুমি স্বর্গেই থাকো
জানি আছো পরম সুখে;
ভুলতে তোমায় পারিনি গো
যতনে রেখেছি বুকে।।
তুমি যেদিন চলে গেছো
আমায় একা রেখে;
চোখের জলে ভেসেছি কতো
বাঁধ ছিলনা চোখে।।
তোমার কথাই মনে পড়ে
দিবা কিংবা নিশি;
সুখের স্মৃতি মনে হলে
একলা বসে হাসি।।
কেন তুমি চলে গেলে
দিয়ে বুকে ব্যথা;
সারাক্ষণই ভাবি বসে
তোমার জ্ঞানী কথা।।
তুমি ছিলে বন্ধু আমার
তুমিই ছিলে সাথী;
তোমার কথা মনে হলে
ঘরের কোনে কাঁদি।।
দোয়া করি খোদার কাছে
"ভাল রেখ মোর পিতায়-
যেমন করে বুকের ভেতর
রেখেছে আগলে আমায়"।।
# আমার বাবা #