ত্রিশে সেপ্টেম্বর, আমার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এবং মোবাইল ফোনে যাঁরা শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা, অনুপ্রেরণা এবং আশীর্বাদ আমাকে প্রতিনিয়ত এগিয়ে চলার শক্তি যোগায়। বন্ধু, শুভানুধ্যায়ী, পাঠক— সকলের প্রতি আমার বিশেষ ধন্যবাদ। আপনাদের উপস্থিতি আমার জীবনের পথচলায় এক অনন্য সঙ্গী হয়ে আছে। এই অমূল্য সম্পর্ক, যা আমাদের মাঝে গড়ে উঠেছে, তা আমায় নিরন্তর উদ্দীপ্ত রাখে। ভালোবাসার প্রতিদানে আমার জীবনের শ্রেষ্ঠ কাজগুলো আপনাদের কাছে পৌঁছে দিতে সচেষ্ট থাকবো, ইনশাআল্লাহ। সাথেই থাকুন সবসময়...
আপনাদের জন্য উৎসর্গীকৃত কবিতা...
"আমার জন্মদিন"
"জন্মদিনে এলোমেলো কথারা আসে
তোমাদের ভালোবাসা নিয়ে—সকাল, দুপুর, রাত্রির মাঝে
নীরব মেসেজ, উষ্ণ পোস্ট—হয়তো কিছু মিস হয়ে গেছে
কিন্তু সবটুকুই আমার মনে গেঁথে
বুকের ভেতর জমিয়ে রাখি যত্নে।
কখনোই আমাদের দেখা হয়নি! তবু
একটা ভালোবাসার ঢেউ বয়ে গেল—
মনে হলো,
এই তো পাশেই আছো তুমি, তোমরা
মিষ্টি কথা আর প্রাণোচ্ছল হাসিতে ভরা,
তোমাদের স্পর্শে আমার জন্মদিন
হলো একটা মজার ছোট্ট উৎসব—
চায়ের কাপের পাশে স্মৃতির ঠোঙ্গা,
সব কথার ভিড়ে একটু পুরোনো গল্পের গন্ধ।
তোমরা যারা আছো দূরে কিংবা কাছে,
হাসি, শুভেচ্ছা কিংবা শুধুই নীরব দৃষ্টিতে—
সবকিছুই আজ আমার সাথে,
এ জীবনটা তোমাদের ছোঁয়াতেই রঙিন,
তোমাদের ভাবনায় ভরা প্রতিটা দিন।
তোমাদের জন্যই উৎসর্গীকৃত যার কলম,
তোমরা আছো বলেই তার বেঁচে থাকাটা এত মজার!
চলো, আরও ক’টা বছর কাটুক এমন—
আনন্দে, আড্ডায়, আর অকপটে হাসির কথায়।
আপনাদের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত
মনের গহীনে রাখি সযত্ন,
চলুন, একসাথে অতিক্রম করি জীবনের সব বাধা,
আমাদের এই সম্পর্ক হয়ে উঠুক চিরকালীন।
অতীতের স্মৃতি, বর্তমানের আনন্দ—
আমরা একে অপরের পাশে থাকলে
জীবনের রঙ আর মোহনীয়তায় ভরে উঠবে,
তোমাদের কাছে ফিরে ফিরে আসার অনুভূতি
মনের আকাশে গড়ে তুলবে একটি সোনালী প্রভাত।
আবারও, তোমাদের শুভেচ্ছা ও ভালোবাসায়
বেঁচে থাকার আনন্দে নতুন করে জীবন শুরু করি—
ধন্যবাদ, সবাইকে আমার হৃদয়ের গভীর থেকে!
সকলের জন্য রইলো আমার অকৃত্রিম ভালোবাসা।