.
বঙ্গবন্ধুর স্বপ্নিল দেশ
জোঁকারের হাতে বন্দি
মুখেই শুধু মুজিবাদর্শ
মনের ভেতরে ফন্দি!
জনগণের নাই ক্ষমতা
গণতন্ত্র ফাঁকা বুলি
সত্যচ্চারণ করতে মানা
নইলে খাবা গুলি!
চলছে হরেক রংতামাশা
যদি একটি বাক্যে বলি
এরচেয়ে বেশি যায় না বলা
ও ঋষি, এখন তবে চলি।