মুক্তিযোদ্ধা
অতন্দ্র প্রহরী
কেন শেকলবন্দী ভাই?

জয়বাংলা
আমার ধ্বনি
কেন বাহাসে শুনতে পাই?

চেতনা
বুকেতে পুষি
কিভাবে বেচিয়া খাই?

রাত্রি দ্বিপ্রহর
জাগিয়া কষ্ট নাই
তবুও, কষ্ট পাহারা দেই!