মাস্টার মশাই _______________________
এ কার হাতে আমার মেয়েকে তুলে দিলেন?
বাসর ঘরে মদ্যপ স্বামীকে দেখে রাতভর কেঁদেছে মেয়েটা;
ওর মনের ভেতর দিয়ে কী ঝড় বইছে একবারও ভেবেছেন?
আপনি বলেছিলেন, উচ্চবংশীয় ভদ্র ছেলে, আর আজকে এ কী দেখছি?
কেন আমার এতবড় সর্বনাশ করলেন?
একটা বাউন্ডেলে উদ্ভ্রান্ত মাতাল ছেলে আমার জামাই!
এই দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন?
ইয়া আল্লাহ _________________
এ কোন পাপের সাজা আমায় দিলে?
আচ্ছা,
মাস্টার মশাই বলতে পারেন?
কী এমন ক্ষতি করেছি আপনার,
কেন আমার একমাত্র মেয়েকে ভাসিয়ে দিলেন অকুলপাথার!
আসলে, আসলে আপনাকে বিশ্বাস করাটাই ছিলো আমার সবচাইতে বড় ভুল!
কন্যাদায়গ্রস্ত পিতার সরলবিশ্বাসের এ-ই মর্যাদা দিলেন!
আপনি না শিক্ষক! মানুষ গড়ার কারিগর!
এমন অন্যায় সুযোগ নিতে একবারও আপনার হৃদয় কাঁপে নি?"
মাস্টার মশাই ______________________________
গড়গড় করে এই কথাগুলোই শুনিয়েছিলাম সেদিন!
নিশ্চয়ই কষ্ট পেয়েছিলেন,
প্রকৃতপক্ষে, আপনাকে কষ্ট দেবার কোনো ইচ্ছাই আমার ছিলো না, কিন্তু কী করবো বলেন?
কন্যার জীবন নরকে স্থান পায়!
এই অবস্থা দেখে দুনিয়ার কোন পিতা চুপ থাকতে পারে?
পারে না, আমিও পারিনি, নিজগুণে ক্ষমা করুন।।
আর দোয়া করবেন,
মেয়েটা বেশ সুখেই আছে
মাতাল জামাইটাকে _____
ও মানুষ বানিয়েছে;
ওদের ঘর আলো করে এসেছে একজোড়া চাঁদ
যাদের আলোয় ঝলমল করছে আমার পৃথিবী।।
°
°
°
মাস্টার মশাই
_____ রশিদ ভাই।
সাতাশ এক একুশ