তুমি
আসো কিংবা আসো না
ডাকো কিংবা ডাকো না
তাতে কী?
আমি তোমায় দেখতে পাই
চোখ বুজলেই দেখতে পাই
না ডাকলেও শুনতে পাই
তোমায় আমি শুনতে পাই
বলো কিংবা না বলো
আমি তোমায় ভালবাসি
এ কথাটা শুনতে পাই
তুমি ছুঁয়ে দাও বা না দাও
তাতে কী?
সকালের কাঁচা রোদে
তোমায় আমি ছুঁতে পাই