* কার কীইবা করার আছে?
আল্লার মাল - আল্লায় নিছে
অতএব........?
কান্দাকাটি সবই মিছে!
বাংলাদেশী বিমান ধ্বসে
৫০ জন মরে গ্যাছে!
সিরিয়াবাসী বোমায় মরে
মায়ানমারে মানুষ পোড়ে
ঝাকেঝাকে মানুষ ওড়ে
কোন ক্ষমতায় বন্ধ করে।।
আর এখন....?
লোক দেখানো শোকে
ভাসছে সকল লোকে!!