যখন______
G for God
D for Dog!

তখন______
কেউবা ছুটে গডের পিছে
কেউবা ছুটে ডগের
কেউ ছুটছে ভোগের পিছে
কেউ ছুটছে ভাগের!

আবার ______
কেউবা ছুটে লাভের পিছে
কেউবা খুঁজে লাভার
কেউ ছুটছে চাঁদের পিছে
কেউবা ছুটে চাঁদার!

তখন ______
সত্যটারে খুঁজতে গিয়ে
বোধহয় ____
হয়েই যাচ্ছি সাবাড়..!

#বোধহয়#
ইবনে মিজান
২৬/০৯/২০১৯



দেখবো সবই শুনবো সবিই
বলবো না আর মুখে!
কে আছে ভাই নিজের খেয়ে
মোষ তাড়াবে সুখে?

যখন___
উচিত কথা বলতে গেলে
হচ্ছে ভীষণ দোষ!
তখন ___
সরীসৃপের লেজ পাড়িয়ে
কেন শুনতে যাবেন ফোঁস?

# ফোঁস #
____ রশিদ ভাই।