.
ধর্মবাণী পুঁজি করে
চলছে যাদের জীবন
কেমন করে হতে পারে?
তারাই মোদের ইমাম!!
ধর্মধ্বজী মুখোশধারী নিচ্ছে অল্প মূল্য
এই দুনিয়ার কোথায় পাবে এক আয়াতের তুল্য?
এইটা হালাল, ওইটা হারাম
ও ভাই, যাঁদের মুখে শুনছি -
তারাই যদি হারামখোর হয়!
তবে কার কাছে আর যাইবি!?
কোরানপাকের মূল্য নেয়া
নিষেধ করছে আল্লায়;
তবুও ইমাম বলছে কথা
আপন যুক্তিতর্কের পাল্লায়!!
ফুরকান শিক্ষা করো,
হে মুমিন, সুন্নাহ শিক্ষা করো
জেনেবুঝে আমল করে
নিজের আখের গড়ো।।