মাছের গন্ধ আঁশটে বড়ই
খেতে আমি পাই নে
ভালোই পারি গোশত খেতে
পাইলস বাড়ে তাই খাই নে!

ডিম দুধটা সুষম খাবার
তবুও আমি চাই নে
ডিমে দুধে পেট ফুলে যায়
হজম শক্তি সয় নে!

নিন্দুকেরা হুদাই বলেন
দাম বাড়া তাই খাই নে!
বলছি কিসের দর বাড়েনি
কইতে হবে জাই নে...

বাজারদর
_______রশিদ ভাই।
একুশ আট বাইশ