মানুষ মানুষ খাচ্ছে আজ,
ক্ষমতার খেলায়, গড়ছে সাজ।
পথে ঘাটে, অফিস ঘরে,
ভিন্নমত খুঁজে, কারা মরে!

শাসক বলেন, "এই তো জীবন,
মানুষই খাও, কর রক্ত সেবন।
ভোটে জিতবে, দখল করো,
মানুষ খাওয়াই নীতির আলো!"

শিশুরা শিখছে নতুন পাঠ,
রন্ধনবিদ্যা! আহা, কী রাঁধ!
মানুষ রান্না, মানুষ ভোজ,
শক্তির ঝলক, এতই সোচ্চার!!

মন্ত্রীরা তৃপ্ত, নেতা হাসে,
মানুষের রক্তে দেশ ভাসে।
অধিকার? ওটা ছিল মিথ,
খেয়ে ফেলো সব অধিকারপীড়িত!

আলোচনায় বসলো সবাই,
বিশ্বমানবের সম্মেলন চাই।
সিদ্ধান্ত হলো, একটাই পথ—
"মানুষ খেয়ে করো সাথী রথ!"

একদিন শেষে, ফুরায় লোক,
ফার্নান্ডো বাকি, মুখে শোক।
নিজেকেও খায় সে শেষে,
গ্রহটা যায় ধ্বংসের বেশে।

কিন্তু বন্ধু, ভাবো তুমি,
মানুষখেকো কি শুধু ভূমি?
নাকি আজও আমরা খাচ্ছি,
ভিন্নমত যেই, তাকেই মাচ্ছি?

এ গল্প তবে আধুনিক,
মানুষ আজও সেই জিনে ঠিক।
ক্ষমতা, লোভ, হিংস্রতা—
মানুষ খেয়ে ফেলা, এটাই মূর্ত প্রতিভা!