ক্ষমতার অপব্যবহার!
এ আর এমন কী?
প্রথম জন্ম থেকে
প্রতিজন্মে দেখেছি অসভ্যের সভ্যতা।
যতবার এসেছি ধরায় ততবারই-
আমি মানুষ, তারা প্রভু!
তারা শাসক, আমি শোষিত!!
আমার কান্নায় কেঁদেছে আকাশ, ভারী হয়েছে বাতাস।
কালবোশেখী জন্মে _______
লণ্ডভণ্ড হয়ে যায় পৃথিবী
উত্তাল ঢেউ উঠে বঙ্গোপসাগরে,
ঐ লহু সাগরের পাড়ে দেখেছি
লাল রঙের ফেনিল জলরাশি!!!
আর্তনাদে লুসফারের মন গলেনি।
তবুও,
আমি ছিলাম
আমি আছি
আমি থাকবো
স্রোতের বিপরীতে।

লহু সাগর বয়ে যায়।


°
°
°

_________ রশিদ ভাই।
পনেরো তিন কুড়ি