যাখুশি তা-ই করিছো মামু
এবার বুঝিছো ঠ্যালা?
সকাল দেখিয়া কইয়া দিছিনু
কেমন কাটিবে বেলা!

কলমের গলা টিপিয়া সেদিন
দিয়াছিলি কত হুমকি
আইজকা মামু আছিস কেমন
একইমতো আছে দিন কি?

যত ঠাটবাট রঙবেরঙে
তত নটঘট জবরজঙে
আয় ফিরিয়া ডিম্ব দিয়া
দাঁড়াইয়া আছি বাম্বু নিয়া!

ভালো থাকিস দূরের দেশে
গরীব দুখী ভিখিরি বেশে...
ভুল করিয়াও এদিকে মামু
আসিস না আর ফিরে...