"মানষি কি আর মরার চিন্তা করে?
মানষি খালি বাঁচার আশায় লড়ে!"
প্রাণপাখিটা
উড়াল দিলেই ফুড়ুৎ
চিনেনা মরণ
কে ভণ্ড পাপী পুরুত!
হঠাৎ'ই
বন্ধ হবে এই দেহ নামের যন্ত্র
পোড়ার আগে পড়তে এসো মন্ত্র
মন্ত্র পড়ে যন্ত্র দিয়ো পুড়ে
আত্মা মশায় যাবে বহুদূরে...
উড়ে উড়ে উড়ে উড়ে উড়ে উড়ে
রইবো আমি ধূলোয় নাকি হাওয়ায়
অস্থি যখন মিলেই গেছে ধোঁয়ায়...