নতুন একটা কবিতা লিখবো বলে
ছুটে আসি বাংলা মায়ের কোলে
মায়ের চোখে স্বপ্ন দেখি
মায়ের হাতে খাই
মায়ের মতন এই জগতে
আপন কেহ নাই!
সর্বনাশের কালকূটেরা
কাটুর কুটুর করে
দর্পনাশের চিরকুটেরা
বাংলার ঘরে ঘরে!
ভয় কোরো না লক্ষ্মী মা'গো
ভয় কোরো না তুমি
সন্তানেরা লুটিয়ে যাবো
তোমার চরণ চুমি।।