লুতু পুতু মুতু ভাই
কিছু কতা কয়ে যাই
জানি খুউপ ব্যস্ত
হেলাফেলা টেম নাই
মুনে করি দ্যাখ ক্যানে
ও বারের বইন্যায়
ভেসে গেলি লুতু মিয়া
ডুবে মলো ঐন্যায়!
ডুবে মলে লুতু মিয়া
থুয়ে গেলো পুতু ভাই
পুতু মিয়া জৈন্মায়
হামাগের মুতু ভাই!
ফি বছর বৈন্যায়
নায়ে ভাসে মুতু ভাই
বেলা বয়ি যায় তেবু
নাও খানা ডুবে নাই?
নাও খানা শকতো
দাঁড় টানে মাল্লা
বহুরূপী ভকতো
কাটে তার কাল্লা!
হৈচৈ শোরগোলে মুতু গেলি ভেসে
পাপীর ঐ অকতো গৈঙ্গায় মেশে!