লিপস্টিকে ঠোঁট রাঙ্গিয়ে
মারছে হাতে তালি
উচিত কথা কইতে গেলে
পারছে জাতে গালি!
অর্ধনারীর এই সমাজে
তাল মিলিয়ে চলি
নইলে গুরু শুক্রাচার্যে
গাল ফুলিয়ে বুলি!

°
°
°
লিপস্টিক
তিন দশ কুড়ি