অযোগ্যরাই যোগ্য সাজিয়া বসে আছে আজি পাটে
যোগ্যতার ঐ চেপ্টার ক্লোজ টাকার পেছনে ছোটে!
শিক্ষা বলো স্বাস্থ্য বলো অন্ন বস্ত্র বাসস্থান
বাঁচার তাগিদে লোকেরা বাঁচে
মরিলে খোঁজে গোরস্তান!
এলোমেলো সব কাজ কারবার
কেউ না কাহারে পুছে
জবাবদিহিরে থোড়াই কেয়ার
আগুনে পোড়ায়ে ছাঁচে!
আছে কি আশা হবে কি বাঁচা?
কেউ কি বলো তা জানে?
এমন করিয়া জ্বলিলে হাবিয়া
এই দুনিয়ার কী মানে?
উপরে বসিয়া খেলিয়া চলিছে সর্ব জগতের ঈশ্বর
আমিও মানুষ হাসিয়া কাঁদিয়া চিরকাল অবিনশ্বর!
°
°
°
অবিনশ্বর
____________ রশিদ ভাই।
সাত দশ বাইশ