জন্মসূত্রে
আমি এই পৃথিবীর নাগরিক।
এই পৃথিবী আমার মা
সেই মা'কে তোমরা ভাগাভাগি করে নিয়েছো,
গড়ে তুলেছো বিভাজনের সুউচ্চ পাঁচিল দুর্ভেদ্য কাঁটাতার, তোমাদের মস্তিষ্ক গ্রহণ করেছে র‍্যাডক্লিফ লাইন!
ব্যক্তিক স্বাধীনতা সার্বভৌমত্বের উপর দখলদারি করার ঘৃণ্য মানসে মানচিত্র নামক জিঞ্জির পরিয়ে দেশপ্রেম নামক ক্ষুদ্র চিন্তায় আবদ্ধ রেখেছ চিরকাল!
এবার জেনে রেখো,
দেশ মহাদেশ পেরিয়ে যে রুক্ষ মরুভূমি দেখো
তার প্রতিটি বালুকণা আমার জন্য, প্রতিটি সাগর মহাসাগর উপসাগরীয় দ্বীপ আইসলেন্ড পাহাড় পর্বতশৃঙ্গ কার?
আমার;
আমি মানুষ
আমিই এই পৃথিবীর একমাত্র উত্তরাধীকার
মায়ের কোলে সর্বত্র নিশ্চিন্ত  নির্বিঘ্ন বিচরণ করতে পারা আমার জন্মগত অধিকার,
তাহলে?
সেখানে তোমাদের পূর্বানুমতি লাগবে, কেন?
তোমরা কারা?
আমি জেনে গেছি তোমরা দখলদার!
আমারই রক্ত ঘামে শ্রমে যাদের উদরপূর্তি হয়!
জন্মেছিলাম পরমাধিকারের পবিত্রতায়
তোমরা আমায় দেশ মহাদেশ জাতি ধর্ম বর্ণে চিহ্নিত করেছ
ললাটে এঁকেছ গোলামীর জিঞ্জির দুঃখ দারিদ্র্য দুর্দশার যাঁতাকল,
দিয়েছ অসাম্যের সভ্যতায় অন্যায্য আইন কানুন আর কাল্পনিক সব বিধিবিধান,
তোমরা কি বলতে পারো?
কেন আমি সেসবে নিজেকে গুটিয়ে নেবো!

উচ্চৈস্বরে সাফ জানিয়ে দিচ্ছি...
আমি মানি না বারুদের হাতে গড়া ঐসব রীতিনীতি  বিভাজিত শাসনের প্রটোকল ধর্ম বর্ণ জাতি গোত্রের ভেদাভেদ;
আমি উড়তে চাই সুনীল আকাশের বুকে ডানা মেলা পাখিদের মতো
এক সাঁতারে পেরুতে চাই নদী সাগর মহাসমুদ্র
বল্গাহরিণের মতো ছুটতে চাই নিজের পৃথিবীতে
আমার বাধভাঙ্গা স্বাধীনতায় তোমরা কেন বামহাত ঢুকাও...
কেন এতে ভাগ বসাতে আসো, কেন?

°
°
°
বামহাত
____________ রশিদ ভাই
আট দুই বাইশ