নিজেরে শুধাই মনু
আছি কিরে ঠিক?
তুমারে খুঁজিয়া ফিরি
ধনু ফিরে দিক!

দিগের অন্তে মিলি
তুমি আমি একা
নিজনিজ মনে জানে
কে দিয়েছে ধোকা?

মুখেমুখে ঝরে মধু
অন্তরে বিষ!
কাকের কন্ঠে শুনি
কোকিলের শিস!

কুশীলবে কুশলাদি
জানাজানি হয়
সুশীলের বেশধারী
চিরকালই রয়!

মুখ আর মুখোশের
এই দুনিয়ায়
কেন মিছে লাফালাফি?
কথার কথায়!

চল সবে নীলমণি
মিলেমিশে রই
ছেড়ে গেলে লীলাভূমি
মিশেতো যাবোই।

ধম্মের যাঁতাকলে
কেন পিষি বলি?
ঈশ্বর খুশি হয়
দে আপনারে বিলি!

==========