♥
স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই
বলেছেন আমার নেতা
স্বপ্নগুলি করতে পূরণ
করে চলেছেন যা তা!
মুখে তিনি বলেন যাহা
করেন তাহার উল্টো!
নামটা নেতার মদন সাহা
তার বদনখানি বেশ ফুল্টো!
তিনি-
রাস্তা কেটে পাহাড় গড়েন
আর পাহাড় কেটে রাস্তা
স্বপ্নলোকে হাওয়ায় ওড়েন
আর ভরেন নিজের বস্তা।
দেখিয়ে যান স্বপ্ন হাজার
গরীব দুখীর কাড়েন আহার
সবার দুখে তিনিই মরেন
গভীরজলে কাটেন সাঁতার।
আবার-
আমজনতার জন্যে ভাবেন
কথার কথায় ফুঁপিয়ে কাঁদেন
কাঁদিস না তুই ভুখা নগেন
ভিক্ষা এলে নগদে পাবেন!
ওরে স্বপ্নগুলি করতে পূরণ
এগিয়ে-
চলুক আমার নেতা,
আগামীকাল খুব নিদারুণ!
কেন বিকিয়ে দিলি মাথা?
প্রকাশকাল: ২৪/০৭/২০১৮ খ্রিস্টাব্দ।