#
নেতা চলেন ডালে ডালে
আমরা চলি পাতায়
নাচবো না আর তাল তালে
মিষ্টি মধুর কথায়!
যোগ্য দেখে পক্ষ নেবো
ও ভাই, মার্কা দেখে নয়
আদর্শবান দক্ষ লোকই
যেন মোদের নেতা হয়।।
ইবনে মিজান
অনুচিন্তন
২৯ নভেম্বর ২০১৮