লাট্টু মিয়া খট্টু মিয়া
             বাঁধলো এবার জোট!
          যেভাবে হোক নিতে হবে
             আমজনতার ভোট।

          নিদানকালে পাইনি দেখা
                লাট্টু মিয়ার কভু
          ভোট বাগিয়ে চাইছে মগা
             সাজতে মোদের প্রভু।

             খট্টু মিয়া নামটি যাহার
              ছিলো শান্তি রাজাকার
           সেবা করতে চাইছে সবার
            আবার বাড়াতে হাহাকার।

           শেখ মুজিবুর নাম শুনে -
            যার গায়ে আগুন ধরে!
         বুঝি না বাপু; কেমন করে?
           সে থাকছে আমার ঘরে!

        ভোটটা আমার নেক আমানত
              তবু অপাত্রে হয় দান!
       ভোটের খেলায় জোটের মেলায়
             যেন বেরিয়ে গেলো প্রাণ।

           ভোট দিতে চাই ব্যক্তি দেখে
                জোট দেখে নয় ভাই!
           সোনার বাংলা গড়বো ভেবে
                ভোট দিতে তাই যাই।।

                  ২৩:৩২/০৫-১১-০১৮