আমি শিল্পী
তাই গানে গানে অনুভূতির প্রকাশ করি
তিনি কবি
কলমের আঁচড়ে তুলে ধরেন অব্যক্ত কাব্য
আর ইনি অভিনয়ে ফুটিয়ে তোলেন পরিপূর্ণ জীবন
পাশেই যিনি-ঐ যে উনি,
উনি রাজপথে স্লোগান মুখরিত কণ্ঠ
অন্যায়ের বিরুদ্ধে নিয়তই জানান কঠোর প্রতিবাদ

এরা কারা?
আমি জানি না!
যাদের অনুভূতি প্রকাশের ভাষা অশ্রাব্য, নোংরা, গালিতে!

যদিও
প্রতিটিই অর্থপূর্ণ, অনুভূতি প্রকাশের ভাষা মাত্র
তবুও, প্রকাশভঙ্গীর পার্থক্য নিজেদের খেয়ালে
জানি, এ ভাষার বহুরূপ!

আমরা মানুষ,
সুখের উল্লাসে হাসি
দুখের আতিশয্যে কেঁদে উঠি
আবার এও বুঝি
প্রকাশের ভাষা সবসময় একইরকম নয়, হয়ও না!
কখনো সুখে
কখনো দুখে
হাসিকান্নারাও বদলে নেয় নিজেদের চরিত্র
সহসা আমিও বদলে যাই
অথচ, কখনোই বুঝি নাই!
কে আমি?
কী আমার চরিত্র?

°
°
°
ভাষা ও চরিত্র
________________ রশিদ ভাই।
উনিশ আট একুশ