এই আছি এই নাই
কবে যেন মরে যাই
পৃথিবীর বুক চিরে
কথাকলি বুনে যাই।।
মনে রেখো না রেখো
এই জীবনের পদাবলি
সুখেদুঃখে মনে রেখো
শুধু মোর কথাকলি।।
মিশে যাবে দেহখানি
ঐ পৃথিবীর আঁধারে
তবু মোর কথাকলি
বেঁচে রবে সাকারে।।
দেহখানি ছেড়ে দিয়ে
বেঁচে রবো এপারে
কতশত কথাকলি
ভেসে যাবে ওপারে।।