ইহলোকে আবির্ভাব শুধু তোমার জন্য,
হাজার বছর বাঁচার সাধ জাগে;
বেঁচে থাকার এই আকুতি শুধুই তোমার জন্য।।
প্রতিটি সকাল শুরু হয় অপার সম্ভাবনা নিয়ে,
সম্ভাবনার সৃষ্টি সেও তোমার জন্য।
প্রতিটি রাত নির্জন হয়ে ওঠে
রাতের নির্জনতায় চুম্বন এঁকে দেব তোমার ঠোটে।
পাথরে বুক চিরে ঝরনা ঝরে
ঝরনার অবিরাম ঝরে পরা তোমার জন্যে।
বুকের ভেতর ভালবাসা ঢেউ খেলে
ভালবাসার বয়ে চলা এ নদী তোমার জন্য।
মনের ভিতর হাজারো প্রত্যাশা
প্রত্যাশাগুলো পূর্ণতা পাবে তোমায় কাছে পেলে।।