প্রিয় কবিতা,
সহস্র স্বপ্ন ভেঙ্গেছে আমার
তবুও কাঁদিনি একটিবার!
করিনি একফোঁটা অশ্রুপাত।
চলে যাওয়া পথের বাঁকে
দাঁড়িয়েছি অনন্তর -
ভেবেছি কত শতবার!
অতখানি সুখ....!
কোথা হতে পাওয়া যায়?
যদি এনে দিতে পারতাম!
নাহ -
আমার দ্বারা হয়নি, হবেনা!
বরং এখানেই ভালো থাকি
তোকে ছাড়া একাকী!
খুব বেশী একাকী!!
এখনো স্বপ্নে বাঁচি
স্বপ্ন দেখি বলে
স্বপ্নমাঝে খুঁজি তোকে
বেঁচে থাকার ছলে!
সত্যি বলছি-
আজও বেঁচে আছি
তোকে ভালোবাসি বলে।
রচনাকাল : ২৫-০৬-২০১৮