ফুলগুলো সব যাচ্ছে ঝরে
রাখছি না কেউ খবর
নিত্যদিনই যাচ্ছি খুঁড়ে
নিত্যনতুন কবর! হায় হায়!
ডায়রিয়া আর ম্যালেরিয়া
কিংবা ডেঙ্গুজ্বরে
ধুঁকছে মানুষ মরছে মানুষ
কী লাভ হবে কয়ে? হায় হায়!
পড়ছি সবে ইন্না লিল্লাহ
পাঁজর যাচ্ছে ভেঙে
নিরুদ্দেশের যাত্রাপথে
বেহেশত নিচ্ছি মেঙ্গে! ক্ষমা চাই।
ক্ষমা করে দাও
প্রভু সুন্দর
ক্ষমা করে দাও মোরে
তাদের দিকেও খেয়াল রেখো
ওরা চলছে গায়ের জোরে! হায় হায়।।