সত্যিই তাই!
আমাদের কাজ নাই।
তো যখন দেখি
কাজকর্ম নাই'ই
তখন কী আর করি?

রশিদ ভাই বলেন.....

"নাই কাজ?
খই ভাজ!"

বলি যে,
সে খই খাবে কে?
তিনি বলেন,
"যে জানে, সে খাবে!"

____________
   পঁচিশ। এক। বিশ