যদি হুট করে কোনদিন
ফুট করে মেরে দেয়
এক ঘায়ে চলে যাই পরপার!
মরে যাবো চুপচাপ
সত্যটা ঢেকে রাখ
অভিযোগ নেবে সব এই ঘাড়!

'মূর্খের দুনিয়ায়
মরে যাবি ধীরপায়'
আসার আগে কখনোই শুনি নাই!

যদি
আজ কাল কোনদিন হুটহাট চলে যাই
রাজি আছি মেনে নিতে পরকাল
ধর্মটা সবারই কর্মটা আমারই
হিসেবের কাঠগড়া আল্লাহর!