মনের ভেতর চাপা কষ্ট
এমন কিছু কষ্ট
না পারি কইতে
না পারি সইতে
মনের দুঃখে কখন কী করি
নিজেও জানি না!
মাঝেমাঝেই ভীষণ একা হয়ে যাই
সবকিছুই অর্থহীন লাগে।।

এই জন্ম
এই বিশ্বাস
এই মায়া
এই মোহ
এই ভালবাসা
এইসব দিনলিপির যাপিত সুখ-দুঃখ-কষ্ট প্রাপ্তি-অপ্রাপ্তি
সবই অর্থহীন?

না,
সবই অর্থহীন নয়!
প্রতিটিই অর্থপূর্ণ যদি সেটা ঘটনা হয়
যখন,
জীবনের প্রতিটি অনুভব একেকটি ঘটনা
তখন,
প্রতিটি ঘটনারই একেকটা কার্যকারণ থাকে
এগুলো টিকে থাকার
অথবা
বেঁচে থাকার শিক্ষা দিয়ে যায়
প্রকৃতপক্ষে, ভাঙার অথবা গড়ার
আর এইসব ঘটনার ঘণঘটায়
প্রায়শই বুঝতে ব্যর্থ হই, ভাঙছি নাকি গড়ছি?